মঙ্গল [ maṅgala ] বি.
1 শুভ, কল্যাণ, হিত (মঙ্গলময়, মঙ্গল হোক);
2 (জ্যোতিষ.) সূর্যকে প্রদক্ষিণকারী গ্রহবিশেষ, ভৌমগ্রহ (মঙ্গলের সূর্যপ্রদক্ষিণ);
3 সপ্তাহের বারবিশেষ;
4 (বাং.) লৌকিক দেবতাদের কাহিনি ও মাহাত্ম্যবিষয়ক কাব্যবিশেষ (মনসামঙ্গল, ধর্মমঙ্গল, চণ্ডীমঙ্গল)।
☐ বিণ. শুভদায়ক, হিতকর (মঙ্গালাচার মঙ্গলমুহূর্ত)।
[সং √ মঙ্গি + অল]।
মঙ্গলকাব্য বি বাংলার লৌকিক দেবদেবীর মাহাত্ম্যবিষয়ক কাব্য।
মঙ্গলকামনা বি. শুভকামনা, শুভেচ্ছা।
মঙ্গলকামী (-মিন্), মঙ্গলাকাঙ্ক্ষী (-ঙিক্ষন্) বিণ. শুভকামনা করে এমন।
মঙ্গলঘট বি. মঙ্গল-কামনায় স্হাপিত ডাব আম্রপল্লব প্রভৃতিতে শোভিত জলপূর্ণ ঘট বা কলসি।
মঙ্গলচণ্ডী বি দুর্গা।
মঙ্গলদায়ক বিণ. কল্যাণকর, শুভকর।
স্ত্রী. মঙ্গলদায়িকা।
মঙ্গলময় বিণ. সর্বমঙ্গলের আধারস্বরূপ বা উত্সস্বরূপ; মঙ্গলজনক।
স্ত্রী. মঙ্গলময়ী।
মঙ্গলসমাচার, মঙ্গলবার্তা বি. সুসংবাদ, কুশলসংবাদ।
মঙ্গলসূত্র বি.
1 (সচ.) সধবা হিন্দুরমণী যে কণ্ঠহার পরে;
2 সোনা বা রূপোর সরু সুতোয় গাঁথা পুঁতির হার বা মালাবিশেষ।
মঙ্গলা বিণ. (স্ত্রী.) শুভদায়িনী।
☐ বি (স্ত্রী.) দুর্গা।
মঙ্গলাচার, মঙ্গ লাচরণ বি.
1 কর্মের আরম্ভে নির্বিঘ্নে সমাপ্তির উদ্দেশ্যে অনুষ্ঠানবিশেষ;
2 মঙ্গলজনক অনুষ্ঠান।
মঙ্গলিতা বি. শুভ অনুষ্ঠান।
মঙ্গলোত্সব, মঙ্গলোতসব, মঙ্গলোৎসব বি. শুভ অনুষ্ঠান।
মঙ্গল্য বিণ. বি. মাঙ্গলিক, শুভমঙ্গল (মঙ্গল্য স্নান)।
স্ত্রী. মঙ্গল্যা।
Leave a Reply