মকর [ makara ] বি.
1 কুমিরে আকৃতিবিশিষ্ঠ জলজন্তুবিশেষ;
2 গঙ্গাদেবীর বাহন;
3 কন্দর্পের ধ্বজচিহ্ন;
4 (জ্যোতিষ.) রাশিচক্রের দশম রাশি।
[সং ম + √ কৃ + অ]।
মকরকুণ্ডল বি. মকরাকৃতি কর্ণভূষণ।
মকরকেতন, মকরকেতু বি. যার পতাকায় মকর আছে, কন্দর্পদেব।
মকরক্রান্তি, মকরক্রান্তিবৃত্ত বি নিরক্ষরেখার দক্ষিণস্হ সমাক্ষরেখা, দক্ষিণায়নবৃত্ত, Tropic of Capricorn.
মকরধ্বজ বি.
1 তেজস্কর আয়ুর্বেদীয় ওষুধবিশেষ;
2 কন্দর্প।
মকরবাহিনী বি. গঙ্গাদেবী।
মকরবূহ্য বি. মকরাকারে স্হাপিত বা সজ্জিত সৈন্যসমাবেশ।
মকরসংক্রান্তি বি. মাঘমাসের সংক্রান্তি-তিথি, যেদিন সূর্য মকর রাশিতে সংক্রমণপূর্বক উত্তরায়ণ আরম্ভ করে।
Leave a Reply