শ্রেয়, শ্রেয়ঃ [ śrēẏa, śrēẏḥ ] (-যস্) বি.
1 মঙ্গল (শ্রেয়োবোধ);
2 শুভ, হিত;
3 ধর্ম;
4 মোক্ষ।
☐ বিণ.
1 হিতকর (শ্রেয় জ্ঞান করা);
2 প্রশস্ত, অধিকতর প্রশংসনীয় (অনেকগুণে শ্রেয় এর চেয়ে মৃত্যুও শ্রেয়)।
[সং. প্রশস্য > শ্র + ঈয়স্]।
শ্রেয়স্কর বিণ. হিতকর।
স্ত্রী. শ্রেয়স্করী।
শ্রেয়ান বিণ. (পুং.) 1 হিতকর; 2 শ্রেষ্ঠ; 3 প্রশস্ত, উত্তম।
স্ত্রী. শ্রেয়সী।
শ্রেয়োজনক বিণ. হিতকর, মঙ্গ লজনক; প্রশস্ত।
শ্রেয়োলাভ বি. কল্যাণপ্রাপ্তি।
Leave a Reply