শ্রেণি, শ্রেণী [ śrēṇi, śrēṇī ] বি.
1 পঙ্ক্তি, সারি (শ্রেণিবদ্ধ);
2 সম্প্রদায় (বিভিন্ন শ্রেণির লোক);
3 সমধর্মী বা সমকর্মী ব্যক্তিরা (ব্যবসায়ীশ্রেণী);
3 দল, পাল (মৃগশ্রেণি);
4 বিভাগ, ক্লাস (দ্বিতীয় শ্রেণি)।
[সং. √ শ্রি + নি, + ঈ]।
শ্রেণিবদ্ধ, শ্রেণীবদ্ধ বিণ. সারিবাঁধা।
শ্রেণিবিন্যাস, শ্রেণীবিন্যাস বি. বিভিন্ন শ্রেণিতে সাজিয়ে রাখা।
শ্রেণিভুক্ত, শ্রেণীভুক্ত বিণ. শ্রেণির অন্তর্ভুক্ত, দলভুক্ত।
শ্রেণিসংগ্রাম, শ্রেণীসংগ্রাম, শ্রেণিসংঘাত, শ্রেণীসংঘাত বি. (রাজ.) প্রতিষ্ঠা বা প্রাধান্য লাভের জন্য বিভিন্ন শ্রেণিভুক্ত মানবসম্প্রদায়ের মধ্যে বিরোধ বা লড়াই, class struggle.
শ্রেণিহীন, শ্রেণীহীন বিণ. যেখানে শ্রেণি বা শ্রেণিতে শ্রেণিতে পার্থক্য নেই (শ্রেণিহীন সমাজ)।
Leave a Reply