শ্রুতি [ śruti ] বি.
1 শ্রবণ;
2 শ্রবণেন্দ্রিয়, কান (শ্রুতিগোচর);
3 লোকপরম্পরায় প্রচলিত কাহিনি প্রবচন প্রভৃতি, কিংবদন্তি, প্রবাদ (জনশ্রুতি);
4 গুরুমুখ থেকে যা শ্রুত হয়, যেমন বেদ (শ্রুতিস্মৃতি);
5 (সংগীতে) সুর থেকে সুরান্তরে কণ্ঠ পরিবর্তনকালে যে সূক্ষ্ম সুরাংশ শ্রুত হয়।
[সং. √ শ্রু + তি]।
শ্রুতিকটু, শ্রুতিকঠোর বিণ. শুনতে কর্কশ।
শ্রুতিগম্য, শ্রুতিগোচর বিণ. শোনা যায় বা শোনা যেতে পারে এমন (‘বাসুকির নাভিশ্বাস শ্রুতিগম্য হল অচিরাত্’: সু. দ.)।
শ্রুতিধর, শ্রুতধর বি. শোনামাত্র স্মৃতিতে ধরে রাখতে পারে এমন ব্যক্তি।
শ্রুতিনাটক বি. যে-নাটকের অভিনয় কেবল কানে শোনার জন্য রচিত।
শ্রুতিপথ বি. 1 কানের ছিদ্র; 2 কর্ণরূপ পথ (‘শ্রুতিপথে শুনলু’)।
শ্রুতিমধুর বিণ. শুনতে মিষ্টি।
বি. শ্রুতিমধুরতা, শ্রুতিমাধুর্য।
শ্রুতিমূল বি. কানের গোড়া।
Leave a Reply