শ্রুত [ śruta ] বিণ.
1 শোনা হয়েছে এমন;
2 প্রসিদ্ধ, বিখ্যাত (শ্রুতকীর্তি)।
☐ বি. (গুরুপররম্পরায় লব্ধ) জ্ঞান, বেদ।
[সং. √ শ্রু + ত]।
শ্রুতকীর্তি বিণ. বিখ্যাত, যশস্বী।
শ্রুতধর দ্র শ্রুতি।
শ্রুতপূর্ব বিণ. পূর্বে শ্রুত।
শ্রুতমাত্র ক্রি-বিণ. শোনামাত্র, শোনার সঙ্গে সঙ্গে।
শ্রুতলিখন বি. শুনে শুনে লেখা।
Leave a Reply