শ্রম [ śrama ] বি. মেহনত, পরিশ্রম, দৈহিক খাটুনি।
[সং. √ শ্রম্ + অ]।
শ্রম আদালত বি. শ্রমিক ও কর্মচারীদের সঙ্গে মালিকের বিরোধজনিত মামলার বিচারের বিশেষ আদালত, labour tribunal.
শ্রমকাতর বিণ. পরিশ্রম করতে কষ্টোবোধ করে এমন।
শ্রমজল, শ্রমবারি বি. ঘাম।
শ্রমজীবী (-বিন্) বিণ. বি. দৈহিক শ্রমের সাহায্যে জীবিকার্জনকারী, শ্রমিক, মজুর।
শ্রমদপ্তর, শ্রমদফতর বি. শ্রমিকদের স্বার্থসংক্রান্ত ব্যাপারে ভারপ্রাপ্ত সরকারি দপ্তর।
শ্রমবণ্টন, শ্রমবিভাগ বি. একই দ্রব্য বা তার বিভিন্ন অংশ বিভিন্ন শ্রমিককে দিয়ে প্রস্তুত করানোর ব্যবস্হা, division of labour.
শ্রমবিমুখ বিণ. পরিশ্রম করতে চায় না এমন; অলস।
শ্রমলব্ধ বিণ. পরিশ্রমের ফলে অর্জিত।
শ্রমশীল বিণ. পরিশ্রমী।
শ্রমসাধ্য বিণ. যা সম্পাদন করতে পরিশ্রমের প্রয়োজন হয়।
Leave a Reply