শ্রবণ [ śrabaṇa ] বি.
1 শোনা, আকর্ণন;
2 কান (শ্রবণগোচর, ‘বরিষ শ্রবণে তব জলকলরব’: দ্বি. রা.)।
[সং. √ শ্রু + অন]।
শ্রবণপথ বি. কান।
শ্রবণবিবর বি. কানের ছিদ্র।
শ্রবণবহির্ভূত, শ্রবণাতীত বিণ. শোনা অসাধ্য এমন; শ্রুতির বাইরে।
শ্রবণমধুর বিণ. শ্রুতিমধুর।
শ্রবণসুখকর বিণ. শুনতে ভালো লাগে এমন, শ্রুতিমধুর।
শ্রবনীয়, শ্রব্য, শ্রাব্য বিণ. শ্রবণযোগ্য, শোনার যোগ্য, শুনতে পারা যায় এমন (শ্রাব্য-অশ্রাব্য অনেক কথা)।
শ্রব্যকাব্য — যে কাব্য অভিনয়োপযোগী নয় অর্থাত্ যা কেবল শুনতে বা পড়তে হয় (তু. দৃশ্যকাব্য)।
Leave a Reply