শ্যাম [ śyāma ] বিণ.
1 মেঘবর্ণ, কৃষ্ণবর্ণ;
2 ঘন নীলবর্ণ;
3 ফরসা নয় এমন (শ্যামাঙ্গী);
4 সবুজবর্ণ (শ্যাম দূর্বাদল)।
☐ বি.
1 শ্রীকৃষ্ণ;
2 প্রয়াগের সুপ্রাচীন বটগাছবিশেষ।
[সং √ শৈ +ম]।
শ্যামচাঁদ বি.
2 শ্রীকৃষ্ণ;
2 (কৌতু.) প্রজাপীড়নার্থ নীলকর সাহেবদের বেত বা চাবুক।
শ্যাম রাখি কি কুল রাখি
1 একদিকে পরপুরুষ শ্যামের প্রতি গভীর আসক্তি অন্যদিকে সতীত্বধর্ম ও কুলমর্যাদা এই দোটানায় পড়ে রাধার মানসিক দ্বন্দ্ব;
2 (আল.) উভয়সংকট।
শ্যামরায় বি. শ্রীকৃষ্ণ।
শ্যামসুন্দর বি. শ্রীকৃষ্ণ।
শ্যামাঙ্গ বিণ. কৃষ্ণবর্ণ দেহযুক্ত।
স্ত্রী. শ্যামাঙ্গী, (বাং.) শ্যামাঙ্গিনী।
শ্যামায়মান বি. শ্যামবর্ণ ধারণ করেছে এমন।
স্ত্রী. শ্যামায়মানা।
Leave a Reply