শ্বেত [ śbēta ] বি. সাদা রং।
☐ বিণ. সাদা, শুভ্র, ধবল (শ্বেতকায়)।
[সং. √ শ্বিত্ + অ]।
স্ত্রী. শ্বেতা।
শ্বেতকুষ্ঠ বি. যে-রোগে গায়ের চামড়া সাদা হয়ে যায়, ধবলরোগ।
শ্বেতচন্দন বি. সাদা চন্দন।
শ্বেতচর্ম বি. 1 সাদা চামড়া; 2 ইংরেজ-আদি ইয়োরোপীয় যাদের গায়ের রং সাদা।
☐ বিণ. সাদা চামড়াবিশিষ্ট।
শ্বেতদ্বীপ বি. 1 পৌরাণিক দ্বীপবিশেষ, চন্দ্রদ্বীপ; 2 (ব্যঙ্গে) গ্রেট ব্রিটেন, বিলাত।
শ্বেতপদ্ম বি. সাদা রঙের পদ্মফুল।
শ্বেতপ্রস্তর, শ্বেতপাথর বি. সাদা রঙের মর্মর পাথর।
শ্বেতপ্রদর বি. স্ত্রীজননেন্দ্রিয়ের ব্যাধিবিশেষ, স্ত্রীলোকের জননেন্দ্রিয় থেকে শ্বেতস্রাব।
শ্বেতভুজা বি. সরস্বতী।
শ্বেতসার বি. খাদ্যশস্য বা ফলমূলাদির শ্বেতাংশ, পালো, starch.
শ্বেতাভ বিণ. সাদা আভাযুক্ত, ঈষত্ সাদা।
শ্বেতাম্বর বি. শুভ্রবসনধারী জৈনসম্প্রদায়বিশেষ।
শ্বেতি বি. মূলত যকৃতের বৈকল্যের জন্য দেহচর্মের অস্বাভাবিক শুভ্রতারোগ, ধবলরোগ।
Leave a Reply