শ্বাস [ śbāsa ] বি.
1 নিশ্বাস-প্রশ্বাস;
2 হাঁপানি-রোগ;
3 মৃত্যুর পূর্বের শ্বাস।
[সং. √ শ্বস্ + অ]।
শ্বাস ওঠা ক্রি. বি. আসন্ন মৃত্যুসূচক শ্বাসকষ্ট হওয়া।
শ্বাসকর্ম, শ্বাসকার্য, শ্বাসক্রিয়া বি. শ্বাস গ্রহণ ও ত্যাগ।
শ্বাসকষ্ট বি.
1 শ্বাস গ্রহণ ও ত্যাগ করতে কষ্ট হয় যে রোগে;
2 মুমূর্ষু অবস্হায় শ্বাস গ্রহণ ও ত্যাগে কষ্টবোধ।
শ্বাসনালি বি. যে নালি দিয়ে শ্বাস গৃহীত ও পরিত্যক্ত হয়, ক্লোমনালিকা, wind-pipe.
শ্বাসপ্রশ্বাস বি.
1 গৃহীত ও পরিত্যক্ত শ্বাস;
2 শ্বাস গ্রহণ ও ত্যাগ।
শ্বাসরোগ বি. হাঁপানি ব্রঙ্কাইটিস প্রভৃতি রোগ যাতে শ্বাসকষ্ট হয়।
শ্বাসরোধ বি.
1 শ্বাস গ্রহণ ও ত্যাগে বাধা বা অক্ষমতা;
2 শ্বাসবন্ধ।
শ্বাসারি বি. শ্বাসরোগ দূরকারী ওষুধ।
Leave a Reply