শোষণ [ śōṣaṇa ] বি.
1 তরল পদার্থের রস টেনে নেওয়া (রক্ত শোষণ);
2 নীরস বা শুষ্ক করা;
3 (গৌণ অর্থে) পরকে ক্রমাগত বঞ্চনা করে তার ধনসম্পদ নিজে ভোগ করা (ধনীর দ্বারা দরিদ্রকে শোষণ, ইংরেজ কর্তৃক ভারত শোষণ);
4 শুষ্কীকরণ।
[সং. √ শুষ্ + ণিচ্ + অন]।
শোষক বিণ. বি. শোষণকারী, যে শোষণ করে।
শোষিত বিণ. শোষণ করা হয়েছে এমন; নীরসীকৃত।
Leave a Reply