শোভা [ śōbhā ] বি.
1 সৌন্দর্য, কান্তি, বাহার;
2 সৌন্দর্যের বা উজ্জ্বলতার বিকাশ।
[সং. √ শুভ্ + অ + আ]।
শোভা পাওয়া ক্রি. বি.
1 সৌন্দর্য বিস্তার করা, শোভাযুক্ত হয়ে বিরাজ করা;
2 যোগ্য হওয়া (তোমার এমন কাজ শোভা পায় না);
3 ভালো দেখানো (ধনীর সবই শোভা পায়)।
শোভাকর বিণ. শোভাদায়ক।
শোভাঞ্জন বি. শজনেগাছ।
শোভান্তরী অব্য. চমত্কার, বেশ বেশ, শাবাশ।
শোভাময় বিণ. শোভাপূর্ণ।
স্ত্রী. শোভাময়ী।
শোভাযাত্রা বি. বহুলোকের একত্রে সমারোহের সঙ্গে যাওয়া, মিছিল।
শোভাযাত্রী (-ত্রিন্) বি. বিণ. মিছিলের সঙ্গে গমনকারী।
শোভাশূন্য, শোভাহীন বিণ. সৌন্দর্যহীন; সৌন্দর্যের বিকাশশূন্য।
শোভিত বিণ. শোভাযুক্ত, ভূষিত।
স্ত্রী. শোভিতা।
শোভী (-ভিন্) বিণ.
1 শোভাদানকারী;
2 শোভাযুক্ত, সুন্দর।
স্ত্রী. শোভিনী।
শোভা ক্রি. (কাব্যে) শোভা পাওয়া (‘লঙ্কাপুরী শোভিল সম্মুখে’: মধু.)।
Leave a Reply