শোধন [ śōdhana ] বি.
1 পবিত্র বা নির্মল করা;
2 সংস্কার;
3 ভুল দূরীকরণ, সংশোধন;
4 (ঋণাদি) পরিশোধ।
[সং. √ শুধ্ + অন]।
শোধনি বি. (স্ত্রী.) সম্মার্জনী, ঝাঁটা।
শোধনীয়, শোধ্য বিণ. শোধনযোগ্য; শোধন বা শোধ করতে হবে এমন।
শোধিত বিণ. শোধন বা শোধ করা হয়েছে এমন।
Leave a Reply