শোক [ śōka ] বি. প্রিয় ব্যক্তি বস্তু প্রভৃতিকে হারাবার ফলে মানসিক যন্ত্রণা বা দুঃখ।
[সং. √ শুচ্ + অ]।
শোকগাথা, শোকসংগীত বি. শোকপ্রকাশক গান, elegy.
শোকগ্রস্ত বিণ. শোক ভোগ করছে এমন।
স্ত্রী. শোকগ্রস্তা।
শোকচ্ছবি বি. 1 যে-ছবিতে শোক প্রকাশিত হচ্ছে; 2 শোকের প্রতিমূর্তি।
শোকজর্জর, শোকজীর্ণ, শোকতপ্ত বিণ. শোকে কাতর।
শোকব্যঞ্জক বিণ. শোক প্রকাশ করে এমন।
শোকাকুল, শোকাতুর, শোকার্ত বিণ. শোকে কাতর।
শোকানল, শোকাগ্নি বি. শোকের যন্ত্রণা; তীব্র শোক।
শোকাবহ বিণ. শোকজনক (শোকাবহ পরিণাম)।
শোকাবেগ, শোকোচ্ছ্বাস বি. শোকের প্রাবল্য।
Leave a Reply