শূল [ śūla ] বি.
1 তীক্ষ্ণাগ্র অস্ত্রবিশেষ (শূলে চড়ানো);
2 ত্রিশূল (শূলপাণি);
3 শলাকা, সিক;
4 পেটের ব্যথাবিশেষ;
5 বেদনা (দন্তশূল)।
[সং. √ শূল্ + অ]।
শূলঘ্ন বিণ. শূলবেদনানাশক।
শূলপক্ব বিণ. শলাকাবিদ্ধ করে রাঁধা বা পোড়ানো হয়েছে এমন।
শূলপাণি, শূলী (-লিন্) বি. (হাতে শূল ধারণ করেন বলে) শিব।
শূলাগ্র বি. শূলের ডগা।
শূলিনী বি. দুর্গা।
শূলে চড়ানো, শূলে দেওয়া ক্রি. বি. বধ করার জন্য শূলবিদ্ধ করা।
শূল্য বিণ. শূলপক্ব।
শূল্যমাংস বি. শলাকাবিদ্ধ করে দ্বগ্ধ মাংস, সিক-কাবাব।
Leave a Reply