শুষা, শোষা [ śuṣā, śōṣā ] ক্রি. বি.
1 রস টেনে নিয়ে শুকনো করা (শুষে নেওয়া, জল শোষে);
2 শুষ্ক হওয়া (ভিজে কাপড় হাওয়ায় শুষবে)।
☐ বিণ. উক্ত অর্থে।
[শোষণ দ্র]।
শুষানো, শোষানো ক্রি. বি. (তরল পদার্থ) টেনে নেওয়ানো বা টেনে শুষ্ক করানো।
☐ বিণ. উক্ত অর্থে।
Leave a Reply