শুশ্রূষা [ śuśrūṣā ] বি. 1 (প্রধানত রোগীর) পরিচর্যা বা সেবা; 2 (বাং. বিরল) শোনার ইচ্ছা।
[সং. √ শ্রূ + সন্ + অ + আ]।
শুশ্রূষাকারী (-রিন্) বিণ. সেবক; যে শুশ্রূষা করে।
স্ত্রী. শুশ্রূষাকারিণী সেবিকা, নার্স।
শুশ্রূষু বিণ. 1 সেবা করতে ইচ্ছুক; 2 শুনতে ইচ্ছুক; 3 সেবক।
Leave a Reply