শুয়া, শোয়া [ śuẏā, śōẏā ] ক্রি. শয়ন করা (এখন শুয়েছ কেন?)।
☐ বি. উক্ত অর্থে (শোয়া-বসার জায়গা)।
☐ বিণ. শুয়ে আছে এমন (শোয়া লোকটি)।
[সং. √ শী + বাং. আ]।
শোয়ানো ক্রি. শয়ন করানো। ☐ বি. বিণ. উক্ত অর্থে।
শোয়াবসা বি. 1 শোয়া এবং বসা; 2 (আল.) বসবাস।
Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)
Leave a Reply