শুচি [ śuci ] বিণ. 1 পবিত্র (শুচি বস্ত্র, শুচি মন); 2 শুদ্ধ; 3 নির্মল, পরিষ্কার; 4 নির্দোষ; 5 শুভ্র।
[সং. √ শুচ্ + ই]।
বি. শুচিতা (‘শুচিতা ফিরিছে সদা তোমারি পিছনে’: স. দ.)।
শুচিবাই, শুচিবায়ু বি. শুচিতা-রক্ষায় অতিরিক্ত মনোযোগপূর্ণ বাতিক বা রোগ।
শুচিস্মিত বিণ. কুটিলতাবর্জিত নির্মল হাসিযুক্ত (‘শুচিস্মিত তার গান’: বিষ্ণু.)।
স্ত্রী. ̃ স্মিতা।
Leave a Reply