শীল [ śīla ] বি.
1 স্বভাব, চরিত্র, আচার-আচরণ, রীতিনীতি (কুলশীল);
2 কৌলীন্য, মর্ষাদা (শীল-মান);
3 সত্ স্বভাব (শীলযুক্ত)।
☐ বিণ. (বহুব্রীহি সমাসে উত্তরপদে) স্বভাববিশিষ্ট; নিরত; উন্মুখ (দানশীল, উন্নয়নশীল, বিকাশশীল)।
[সং. √ শীল্ + অ]।
বি. শীলতা (দানশীলতা, উন্নয়নশীলতা)। পৃথক শব্দ হিসাবে শীলতা স্বল্পব্যবহৃত।
Leave a Reply