শীতলতা বি. শীতল [ śītala ] বিণ.
1 ঠাণ্ডা, হিমযুক্ত (শীতল জল, শীতল বায়ু);
2 শান্তিপ্রাপ্ত, উদ্বেগরহিত, উত্তেজনাহীন, তৃপ্ত (‘তৃষিত এ প্রাণ করবি শীতল’ র. সে.);
3 ঠাণ্ডা ও বাসি (শীতলষষ্ঠী)।
☐ বি. (বাং.) গৃহস্হের শান্তিকামনায় দেবতাকে প্রদেয় সায়ংকালীন ভোগ (দেবীর শীতল)।
[সং. শীত + ল]।
Leave a Reply