শিলা [ śilā ] বি.
1 প্রস্তর, পাথর (শিলান্যাস);
2 ছোটো পাথর, করকা (শিলাবৃষ্টি)।
[সং. √ শিল্ + অ + আ]।
শিলাজতু বি.
1. শিলীভূত জান্তব পদার্থবিশেষ;
2 পার্বত্য উপধাতুবিশেষ, bitumen.
শিলাপট্ট বি. পাথরের পাটা; মশলা বাটবার শিল।
শিলাবৃষ্টি বি. বৃষ্টির সঙ্গে করকাপাত, শিলসহ বৃষ্টিপাত।
শিলারস বি. বৃক্ষবিশেষের সুগন্ধি নির্যাস, শৈলেয়।
শিলালিপি বি. পাথরে খোদিত লেখন।
শিলাময় বিণ. পাথরে গড়া, পাষাণনির্মিত।
Leave a Reply