শির1 [ śira1 ] বি.
1 রগ, রক্তবহা নাড়ি (হাত-পায়ের শির);
2 উঁচু রেখা (পাতার শির)।
[সং. শিরা]।
শিরতোলা বিণ. উঁচু উঁচু রেখা জেগে আছে এমন (শিরতোলা হাত-পা, শিরতোলা পাতা)।
শির2, শিরঃ [ śira2, śirḥ ] (-রস্) বি.
1 মস্তক, মাথা (‘উন্নত কর শির’);
2 শীর্ষ, চূড়া, উপরিভাগ।
[সং. √ শ্রি + অস্]।
শিরঃপীড়া, শিরঃশূল বি.
1 মাথার যন্ত্রণা, মাথা-ধরা;
2 (আল.) দুশ্চিন্তা বা উদ্বেগের বিষয়।
শিরদাঁড়া [ śira-dān̐ḍ়ā ] বি. মেরুদণ্ড।
[সং. শিরস্ + দণ়্ড]।
শিরশ্ছেদ, শিরশ্ছেদন বি. মাথা কেটে ফেলা। শিরশিজ বি. মাথার চূল।
শিরস্ক, শিরস্ত্র, শিরস্ত্রাণ বি. 1 মাথাকে বাঁচাবার জন্য বর্ম, helmet; 2 পাগড়ি, উষ্ণীষ, টুপি।
শিরোজ বি. চুল, কেশ।
Leave a Reply