শিখর [ śikhara ] বি. 1 চূড়া, শীর্ষদেশ, উপরিভাগ; 2 পর্বতশৃঙ্গ।
[সং. শিখা + অর]।
শিখরিণী বিণ. (স্ত্রী.) শিখরযুক্তা।
☐ বি. 1 উত্তমা স্ত্রী; 2 সংস্কৃত ছন্দবিশেষ।
শিখরী (-রিন্) বিণ. শিখরযুক্ত, তীক্ষ্ণ অগ্রবিশিষ্ট, pointed.
☐ বি. 1 পর্বত; 2 পার্বত্য দুর্গ; 3 বৃক্ষ।
Leave a Reply