শিক্ষা [ śikṣā ] বি.
1 চর্চা অভ্যাস প্রভৃতির দ্বারা আয়ত্তীকরণ (অস্ত্রশিক্ষা, অসিশিক্ষা, সীবনশিক্ষা);
2 বিদ্যাভ্যাস, অধ্যয়ন (বিজ্ঞানশিক্ষা);
3 জ্ঞানার্জন, বিদ্যার্জন (শিক্ষার অগ্রগতি);
4 উপদেশ, নির্দেশ (শাস্ত্রের শিক্ষা, এই গল্প পড়ে কী শিক্ষা পেলে?);
5 অভিজ্ঞতা, জ্ঞান (জীবনে অনেক শিক্ষাই পেয়েছি);
6 আক্কেল, তিক্ত অভিজ্ঞতা (পরোপকার করতে গিয়ে খুব শিক্ষা পেয়েছি);
7 দণ্ড, শাস্তি (লোকটাকে উচিত শিক্ষা দেওয়া দরকার);
8 (সং.) উচ্চারণবিষয়ক বেদাঙ্গ গ্রন্হবিশেষ।
[সং. √ শিক্ষ্ + অ + আ]।
শিক্ষাকর বি. দেশের বা রাজ্যের মধ্যে শিক্ষাদানের ব্যবস্হা করার জন্য সরকারকে প্রদেয় কর বা খাজনা।
শিক্ষাকেন্দ্র বি. শিক্ষাদান ও গ্রহণের স্হান।
শিক্ষাগুরু, শিক্ষাদাতা (-তৃঃ বি. শিক্ষক।
শিক্ষাদীক্ষা বি.
1 শাস্ত্রাদি অধ্যয়ন ও মন্ত্রগ্রহণ;
2 বিদ্যার্জন ও আচরণ, লেখাপড়া ও স্বভাব।
শিক্ষাধীন বিণ. শিক্ষানবিশ, এখনও শিক্ষা লাভ করছে এমন।
শিক্ষানবিশ বিণ. বি. (প্রধানত কারিগরি বিদ্যার) শিক্ষার্থী; যে কাজ শিখছে।
শিক্ষাপ্রণালী বি. শিক্ষার অর্থাত্ শিক্ষাদানের পদ্ধতি।
শিক্ষাবিদ বিণ. বি. শিক্ষা সম্বন্ধে জ্ঞান আছে এমন।
শিক্ষাব্রতী বিণ. বি. শিক্ষাই যাঁর জীবনের ব্রত, শিক্ষায় নিবেদিত মন।
শিক্ষামূলক বিণ. 1 শিক্ষাসংক্রান্ত; 2 শিক্ষাপ্রদ।
শিক্ষায়তন বি. শিক্ষাকেন্দ্র, শিক্ষাপ্রতিষ্ঠান, স্কুল কলেজ ইত্যাদি।
শিক্ষিত বিণ. শিক্ষাপ্রাপ্ত (শিক্ষিত মন); বিদ্বান; শিক্ষা করা হয়েছে এমন।
স্ত্রী. শিক্ষিতা।
Leave a Reply