শিকার [ śikāra ] বি.
1 অস্ত্রাদির সাহায্যে স্বাধীনভাবে বিচরণকারী জীবজন্তু হত্যা, মৃগয়া;
2 মৃগয়ালব্ধ প্রাণী (সারাদিনে একটিও শিকার জুটল না);
3 (আল.) হত্যা লুণ্ঠন প্রভৃতি দুষ্কর্মের লক্ষ্য, নিরীহ ব্যক্তি, victim (গুণ্ডামির শিকার)।
[ফা. শিকার্]।
শিকারি, (বর্জি.) শিকারী বি. বিণ. যে শিকার করে।
Leave a Reply