শালা1 [ śālā1 ] বি.
1 স্হান, আলয়, আগার (অতিথিশালা, পাঠশালা, ধর্মশালা);
2 ঘর, কক্ষ (ঢেঁকিশালা, গোশালা);
3 কারখানা (কামারশালা);
4 ভাণ্ডার (শস্যশালা)।
[সং. √ শল্ + অ + আ]।
শালা2 [ śālā2 ] বি.
1 শ্যালক, পত্নীর ভ্রাতা বা তত্স্হানীয় ব্যক্তি, সম্বন্ধী (শালাবাবুর দোকান);
2 গালিবিশেষ।
[সং. শ্যালক]।
শালি, (বর্জি.) শালী বি. (স্ত্রী.)
1 শ্যালিকা, পত্নীর ভগিনী বা তত্স্হানীয় নারী;
2 গালিবিশেষ।
শালিজ, শালিবউ বি. (স্ত্রী.) শ্যালকের পত্নী।
Leave a Reply