শারীর [ śārīra ] বিণ.
1 শরীরসম্বন্ধীয়;
2 দেহ থেকে উত্পন্ন।
[সং. শরীর + অ]।
শারীরক বি. শরীরধারী জীবাত্মার স্বরূপনির্ণয় (শারীরক ভাষ্য, শারীরক সূত্র)।
শারীরবিদ্যা বি. শারীরস্হান ও শারীরবৃত্ত।
শারীরবৃত্ত, শারীরবৃত্তি বি. দেহের বিভিন্ন অঙ্গের ক্রিয়াসম্বন্ধীয় শাস্ত্র, physiology,
শারীরস্হান বি. দেহের বিভিন্ন অংশের গঠন ও পরিচয়জ্ঞাপক শাস্ত্র, anatomy.
Leave a Reply