শাখা [ śākhā ] বি.
1 গাছের ডাল;
2 বাহু;
3 অংশ (রাজবংশের শাখা);
4 গ্রন্হাদির যে-কোনো অংশ;
5 বৃহত্ বস্তু বা বিষয় থেকে উত্পন্ন অপেক্ষাকৃত ক্ষুদ্র বস্তু বা বিষয় (শাখানদী);
6 অংশ, একদেশ (নানা শাখায় বিভক্ত ভাষা)।
[সং. √ শাখ্ + অ + আ]।
শাখাচ্যুত বিণ. গাছের ডাল থেকে পতিত (শাখাচ্যুত পক্ষীশাবক)।
শাখাধ্যায়ী (-য়িন্) বি. বেদের যে-কোনো শাখা অধ্যয়নকারী।
শাখানদী বি. বড়ো নদী থেকে উত্পন্ন ছোটো নদী।
শাখাপ্রসারী (-রিন্) বিণ. নানা শাখায় বিস্তার লাভ করে এমন।
শাখামৃগ বি. বাঁদর।
শাখাস্তরাল বি. গাছের ডালের আড়াল।
শাখী (-খিন্) বি. বৃক্ষ।
☐ বিণ. ডালবিশিষ্ট।
Leave a Reply