শাক [ śāka ] বি. 1 রেঁধে খাবার যোগ্য লতাবৃক্ষপত্রাদি (নটে শাক, কলমি শাক); 2 পুরাণোক্ত দ্বীপবিশেষ; 3 সেগুন গাছ; 4 শকাব্দ।
[সং. √ শক্ + অ]।
শাক দিয়ে মাছ ঢাকা — নিন্দনীয় কাজ গোপনের ব্যর্থ চেষ্টা করা।
শাকপাতা বি. বিভিন্ন শাক; (আল.) নিরামিষ ও অকিচিঞ্চিত্কর আহার্য।
শাকভাত, শাকান্ন বি. উপকরণহীন বা ব্যঞ্জনাদি বর্জিত শাক ও ভাত; অত্যন্ত দরিদ্রের উপযোগী সামান্য খাদ্য।
শাকসবজি বি. তরিতরকারি।
Leave a Reply