শহর [ śahara ] বি. বহু পাকা বা়ড়ি ও পাকা রাস্তাসমন্বিত এবং অফিস, শিক্ষাপ্রতিষ্ঠান ও বহু দোকানসমন্বিত লোকালয়, নগর।
[ফা. শহ্র্]।
শহরতলি বি. শহরের উপকণ্ঠ বা পার্শ্ববর্তী স্হান।
শহরস্হ বিণ. শহরের (শহরস্হ গৃহাদি)।
শহ্বরে বিণ. 1 শহরসুলভ; 2 শহরবাসী, শহরে বাস করে এমন (শহুরে মানুষ); 3 শহরে উত্পন্ন।
Leave a Reply