শরণ [ śaraṇa ] বি.
1 আশ্রয় (‘তোমার চরণ করব শরণ’: ‘মরণ মাঝারে শরণ দাও হে’: রবীন্দ্র);
2 গৃহ; 3 আশ্রয়দাতা, রক্ষক (দীনশরণ)।
[সং. √ শৃ + অন]।
শরণাগত, শরণাপন্ন, শরণার্থী বিণ. বি. আশ্রয়প্রার্থী।
স্ত্রী. শরণাগতা, শরণাপন্না, শরণার্থিণী।
শরণ্য বিণ. 1 রক্ষাকর্তা; 2 রক্ষণে সমর্থ।
শরণ্যা বিণ. শরণ্য -র স্ত্রীলিঙ্গে।
☐ বি. দুর্গা।
Leave a Reply