শর [ śara ] বি. 1 বাণ, তির; 2 তৃণবিশেষ, খাগড়া গাছ।
[সং. √ শৃ + অ]।
শরক্ষেপ, শরক্ষেপণ, শরত্যাগ, শরনিক্ষেপ, শরমোচন বি. লক্ষ্য বিদ্ধ করার উদ্দেশ্যে তির ছোড়া।
শরজাল বি. 1 বাণসমূহ; 2 একসঙ্গে নিক্ষিপ্ত অসংখ্য তির।
শরবন বি. শর গাছে ভরা ভূমি।
শরবর্ষণ বি. একই সঙ্গে অসংখ্য তির নিক্ষেপ।
শরবিদ্ধ বিণ. বাণদ্বারা বিদ্ধ।
শরব্য বি. বাণ নিক্ষেপের লক্ষ্য, যাতে তির ছোড়া হয়, নিশানা।
শরশয্যা বি. বাণদ্বারা নির্মিত শয্যা; অর্জুনের অসংখ্য তিরে রচিত ভীষ্মের শয্যা।
শরসন্ধান বি. 1 ধনুকে বাণ যোজনা; 2 বাণ নিক্ষেপ।
শরস্তম্ভ বি. বাণের গতিরোধ।
শরাঘাত বি. তির বা বাণের আঘাত (শরাঘাতে আহত রাজহংস)।
শরাহত বিণ. তিরের আঘাতে আহত।
Leave a Reply