শয়ন [ śaẏana ] বি. 1 শোয়া (শয্যায় শয়ন); 2 নিন্দ্রা (শয়নে স্বপনে); 3 বিছানো (‘প্রভাতে জাগিয়া শূন্য এ শয়নে’: রবীন্দ্র)।
[সং. √ শী + অন]।
শয়নকক্ষ, শয়নগৃহ, শয়নমন্দির, শয়নাগার বি. শোবার জন্য নির্দিষ্ট ঘর।
শয়নকাল বি. ঘুমের সময়।
শয়নভঙ্গ বি. নিদ্রাভঙ্গ, ঘুম ভাঙ্গা।
শয়নীয় বি. বিণ. শয্যা, যাতে শোয়া যায় (‘কণ্টকিত শয়নীয়ে শুয়ে’: সু. দ.)।
Leave a Reply