শয্যা [ śayyā ] বি. 1 বিছানা; 2 যার উপরে বা যেখানে শয়ন করা হয় (ধুলিশয্যা, শরশয্যা); 3 শয়ন (শয্যাগৃহ)।
[সং. √ শী + য + আ]।
শয্যাকণ্টক, শয্যাকণ্টকী বি. যে ব্যাধিতে বিছানায় শুলে গায়ো কাঁটা বেঁধে বলে মনে হয়।
শয্যাকীট বি. ছারপোকা।
শয্যাগত বিণ. 1 বিছানায় শুয়ে আছে এমন; 2 (পীড়াদির জন্য) বিছানা থেকে উঠতে অক্ষম।
স্ত্রী. ̃ গতা।
শয্যাগার, শয্যাগৃহ বি. ঘুমাবার জন্য নির্দিষ্ট কক্ষ।
শয্যাতল বি. 1 বিছানার তলদেশ; 2 বিছানার উপরিভাগ (শয্যাতলে লুটিয়ে পড়ল)।
শয্যাতুলুনি বি. বিবাহের পরদিন ভোরে বরবধুর বাসরের শয্যা তোলার বাবদ বরের কাছ থেকে কন্যাপক্ষীয় নারীদের প্রাপ্য অর্থ।
শয্যাতোলা বি. বিবাহের পরদিন ভোরে বরবধুর বাসরের শয্যা তোলার স্ত্রী-আচারবিশেষ।
শয্যারচনা বি. বিছানা পাতা।
শয্যাশায়ী (-য়িন্) শয্যাগত -র অনুরূপ।
স্ত্রী. শয্যাশায়িনী।
শয্যাসঙ্গিনী বি. 1 স্ত্রী, পত্নী; 2 যে-স্ত্রীলোক রাতের শয্যায় সঙ্গিনী হয়।
শয্যাস্তরণ বি. বিছানার চাদর।
Leave a Reply