শব [ śaba ] বি. মৃতদেহ, মড়া, লাশ।
[সং. √ শব্ + অ]।
শবদাহ, শবদহন বি. অগ্নিযোগে মৃতদেহ ভস্মীভূত করা, মড়া পোড়ানো।
শবদাহ-স্হান বি. যেখানে শবদাহ করা হয়, শ্মশান।
শবদেহ বি. মড়া, মৃতদেহ।
শবব্যবচ্ছেদ বি. শারীরবিজ্ঞান শিক্ষার জন্য বা মৃত্যুর কারণ নির্ণয়ের জন্য মৃতদেহ অস্ত্রদ্বারা ছিন্নবিচ্ছিন্ন করে পরীক্ষা।
শবযাত্রা বি. দাহ করার বা কবর দেওয়ার জন্য মৃতদেহ নিয়ে যাওয়া।
শবযান বি. (প্রধানত কবর দেবার জন্য) মৃতদেহপূর্ণ কফিন বা শবাধার বহন করে নিয়ে যাবার গাড়ি।
শবসতকার (শবসত্কার, শবসৎকার) বি. শবদাহ; কবর; অন্ত্যেষ্টি।
শবসাধনা বি. (সদ্যোমৃত পুরুষের) শবের উপর অশ্বারোহণের ভঙ্গিতে উপবেশন করে তান্ত্রিক সাধনাবিশেষ। শবাধার বি. যে আধার বা বাক্সে মৃতদেহ রেখে কবর দেওয়া হয়।
শবানু-গমন বি. শবদেহ শ্মশানে বা কবরে নিয়ে যাবার সময় মৃতের প্রতি সম্মান জানাতে বা শোক জানাতে সঙ্গে যাওয়া।
শবানু-যাত্রী (ত্রিন্) বি. শবানুগমনকারী।
শবাসন বি. শবের মতো চিত হয়ে শুয়ে থাকার যোগাসনবিশেষ।
শবাসনা বি. শবের উপর অবস্হিতা কালিকাদেবী।
Leave a Reply