শত [ śata ] বি. ১ সংখ্যা।
☐ বিণ. 1 1 সংখ্যক; 2 বহু বা বিবিধ (শতরকম বায়না); 3 অসংখ্য (‘শতরূপে শতবার’: রবীন্দ্র)।
শতক বিণ. শতসংখ্যাযুক্ত।
☐ বি. 1 শতসংখ্যা; 2 শতাব্দ (সপ্তদশ শতক); 3 একশোটি বস্তুর সমষ্টি (জীবনীশতক); 4 একশো শ্লোক বা কবিতা সংবলিত কাব্য (সদ্ভাবশতক)।
[সং. শো + উতচ্]।
শতকরা ক্রি-বিণ. বিণ. প্রতি একশতে, শতের অনুপাতে (শতকরা হারে)।
শতকিয়া বি. এক থেকে একশো পর্যন্ত গণনা।
শতকোটি বিণ. 1 একশো কোটি সংখ্যা; 2 (আল.) অসংখ্য (শতকোটি প্রণাম)।
শতক্রতু বি. (একশত ক্রতু অর্থাত্ যজ্ঞ করেছিলেন বলে) ইন্দ্র।
শতখানেক বি. বিণ. একশো বা তার কাছাকাছি।
শতগ্রন্হি বিণ. একশত বা বহু গ্রন্হিযুক্ত বা গিঁটযুক্ত।
শতঘ্নী বি. একসঙ্গে একশত যোদ্ধাকে বধ করতে সমর্থ প্রাচীন অস্ত্রবিশেষ।
শতচ্ছদ বি. 1 শতদল পদ্ম; 2 কাঠঠোকরা পাখি।
শতচ্ছিন্ন বিণ. নানাস্হানে ছিন্ন, ছিন্নবিচ্ছিন্ন।
শততম বিণ. শতসংখ্যার পূরক (শততম জন্মদিবস)।
শতদল বি. (বহু পাপড়িবিশিষ্ট বলে) পদ্মফুল।
শতদল-বাসিনী বি. লক্ষ্মীদেবী।
শতদ্রু বি. পাঞ্জাবের সিন্ধু নদের শাখাবিশেষ।
শতধা ক্রি-বিণ. 1 শত রকমে (শতধা বিভক্ত); 2 শতবার (তাকে শতধা সতর্ক করেছি)।
শতধার বিণ. 1 শত বা বহু ধারযুক্ত বা প্রান্তবিশিষ্ট; 2 বহু স্রোত বা ধারাযুক্ত।
☐ বি. বজ্র।
শতধারে ক্রি-বিণ. অজস্র ধারায় (শতধারে বয়ে চলেছে)।
শতপত্র বি. 1 পদ্ম; 2 ময়ূর।
শতপথ ব্রাহ্মণ — যজুর্বেদের অন্তর্গত ব্রাহ্মণাংশবিশেষ।
শতপদী বি. 1 বৃশ্চিক, বিছে; 2 কেন্নো।
শতবর্ষ বি. একশত বত্সর।
শতবর্ষ-জীবী (-বিন্) বিণ. একশত বত্সর পরমায়ুযুক্ত, একশত বত্সর বাঁচে এমন (শতবর্ষজীবী উদ্ভিদ)।
শতভিষক, শতভিষা বি. নক্ষত্রবিশেষ।
শতমারী (-রিন্) বি. 1 শতবার পারদজারণকারী; 2 ভালো চিকিত্সক; 3 (ব্যঙ্গে) একশত রোগীর প্রাণবধকারী চিকিত্সক অর্থাত্ হাতুড়ে বৈদ্য।
শতমুখ বিণ. কোনো বিষয়ে উচ্ছ্বাসের সঙ্গে বারংবার কথা বলে এমন, মুখর (প্রশংসায় শতমুখ)।
শতমুখী বি. ঝাঁটা।
শতমূলী বি. লতাবিশেষ বা তার শিকড়।
শতরূপা বি. 1 সরস্বতীদেবী; 2 ব্রহ্মার কন্যা সাবিত্রী।
☐ বিণ. শতবর্ণে বা বহুবর্ণে বা বহু রূপে শোভিতা (‘শতরূপা এই কুসুমের মাসে’)।
শতশ, (বর্জি.) শতশঃ ক্রি-বিণ. শত শত করে; শতভাবে।
শতসহস্র বিণ. 1 বহু, অসংখ্য; 2 সহস্রের শতগুণ, একলক্ষ।
শতহ্রদা বি. বিদ্যুত্।
Leave a Reply