শক্তি [ śakti ] বি.
1 ক্ষমতা, সামর্থ্য, বল (প্রাণশক্তি, শরীরের শক্তি);
2 প্রভাব, প্রতিপত্তি;
3 পরাক্রান্ত স্বাধীন রাষ্ট্র (ইয়োরোপীয় শক্তিবর্গ);
4 হোমিয়োপ্যাথিক ওষুধের ক্রম অথবা গুণের মাত্রা (নাক্স ভম 3 শক্তি);
5 দুর্গা, কালী, কমলা এই তিন স্ত্রী-দেবতা;
6 পৌরাণিক অস্ত্রবিশেষ (শক্তিশেল);
7 দেবসেনাপতি কার্তিকেয়র অস্ত্র;
8 (বিজ্ঞা.) কর্মক্ষমতাদির মাত্রা, energy (বি. প.)।
[সং. √ শক্ + তি]।
শক্তিউপাসক বি. দুর্গা কালী প্রভৃতি স্ত্রী-দেবতার উপাসক, শাক্ত।
শক্তিধর বিণ. প্রচুর শক্তি বা ক্ষমতার অধিকারী (শক্তিধর রাষ্ট্র, শক্তিধর মল্ল)।
☐ বি. ‘শক্তি’-অস্ত্রধারী কার্তিকেয়র এক নাম।
শক্তিপূজা, শক্তিআরাধনা বি. কালী দুর্গা প্রভৃতি স্ত্রী-দেবতার আরাধনা।
শক্তিবর্ধক বিণ. যাতে শক্তি বা জোর বাড়ে (শক্তিবর্ধক ওষুধ)।
শক্তিময় বিণ. শক্তিশালী।
স্ত্রী. শক্তিময়ী।
শক্তিমান, শক্তিশালী বিণ. শক্তি আছে এমন, বলবান।
স্ত্রী. শক্তিমতী, শক্তিশালিনী।
বি. শক্তিমত্তা, শক্তিশালিতা।
শক্তিশেল বি. রাবণের ‘শক্তি’-নামক অনিবার্য ও মারাত্মক অস্ত্রবিশেষ যার আঘাতে লক্ষণ ধরাশায়ী ও প্রায় নিহত হয়েছিলেন।
শক্তিসাধক — শক্তিউপাসক -এর অনুরূপ।
শক্তিহীন বিণ. শক্তি নেই এমন, দুর্বল।
স্ত্রী. শক্তিহীনা।
বি. শক্তিহীনতা।
শক্তিহ্রাস বি. শক্তি কমে যাওয়া বা কমিয়ে দেওয়া।
Leave a Reply