শক্ত1 [ śakta1 ] বিণ.
1 সমর্থ, কার্যক্ষম (বৃদ্ধ বয়সেও সে যথেষ্ট শক্ত আছে);
2 শক্তিযুক্ত, বলবান (শক্ত দেহ);
3 কর্মকুশল, বিচক্ষণ, পাকা, ধুরন্ধর (শক্ত লোকের পাল্লায় পড়া)।
[সং. √ শক্ + ত]।
শক্ত2 [ śakta2 ] বিণ.
1 কঠিন, সহজে ভাঙে না এমন, অনমনীয় (শক্ত লাঠি);
2 মজবুত, টেকসই (শক্ত বাঁধন);
3 কঠোর, নির্মম (শক্ত হাকিম);
4 দৃঢ়, অবিচলিত (শক্ত মন);
5 রূঢ়, কড়া, কর্কশ (শক্ত কথা);
6 জটিল, দুরূহ, দুর্বোধ্য (‘জলের মত বিষয় হত ইঁটের মত শক্ত’: দ্বি. রা; শক্ত প্রশ্ন, শক্ত বই, শক্ত ভাষা);
7 দুরারোগ্য, কঠিন (শক্ত রোগ);
8 কষ্টসাধ্য (বলা শক্ত, চাকরি মেলা শক্ত);
9 যার সমাধান সহজ নয় (শক্ত মামলা, শক্ত পরীক্ষা)।
[ফা. স্খ্ত্]।
শক্ত ঘানি (আল.) কঠোরপ্রকৃতি জবরদস্ত লোক; যে ব্যক্তি নির্মমভাবে কাজ আদায় করে নেয়।
শক্তপোক্ত বিণ. মজবুত ও টেকসই।
শক্তের ভক্ত নরমের যম শক্তিমান জবরদস্ত লোকের কাছে বিনীত ও বাধ্য থাকে অথচ দুর্বলের উপর অত্যাচার করে এমন ব্যক্তি।
Leave a Reply