লোলা বিণ. লোল-এর স্ত্রীলিঙ্গে। ☐ বি. জিহ্বা। নোলা দ্র।
লোলাচর্ম বিণ. (প্রধানত বার্ধক্যবশত) গায়ের চামড়া ঝুলে পড়েছে এমন।
লোলাজিহ্ব বিণ. (যার) জিহ্বা লালসাযুক্ত বা চঞ্চল বা লকলকে।
লোলাজিহ্বা বি. চঞ্চল বা লকলকে জিহ্বা।
লোলাদৃষ্টি বি. সতৃষ্ণ বা লোভার্ত চাহনি।
লোলায়মান বিণ. লকলক করছে এমন, দোলায়মান।
Leave a Reply