লোক [ lōka ] বি.
1 মানুষ, ব্যক্তি (বহু লোক);
2 জনসাধারণ (লোকনিন্দা, লোকাপাবাদ, লোকে কী বলে?);
3 স্বর্গ মর্ত্য পাতাল-এই তিন জগত্;
4 ভূঃ ভুবঃ স্বঃ মহঃ জনঃ তপঃ সত্য-এই সপ্ত ভুবন;
5 জগত্, ভুবন (মর্ত্যলোক, ‘অলোকলোকে জন্ম নেব’: রবীন্দ্র)।
[সং. √ লোক্ + অ]।
লোকক্ষয় বি. লোকজনের মৃত্যু, জনহানি।
লোকগাথা বি. যে-গাথা বহুকাল ধরে জনসাধারণের মুখে মুখে প্রচলিত।
লোকগীতি বি. পল্লি সংগীত।
লোকচক্ষু বি. জনসাধারণের বা সর্বসাধারণের দৃষ্টি।
লোকচরিত্র বি. মানবপ্রকৃতি।
লোকজন বি.নানালোক; অনুচরবর্গ, দলবল।
লোকধর্ম বি. প্রচলিত রীতিনীতি বা আদর্শ।
লোকনাথ বি. 1 জগদীশ্বর 2 ব্রহ্মা 3 বিষ্ণু 4 মহেশ্বর 5 রাজা।
লোকনিন্দা বি. জনসাধারণ কর্তৃক নিন্দা।
লোকনিরুক্তি বি. সাধারণ মানুষের প্রতিদিনের ব্যবহারের ফলে সৃষ্টি হওয়া।
লোকপরম্পরা বি. পরপর বহুলোক, লোকের ক্রম বা ধারা, পুরুষানুক্রম।
লোকপাল — রাজা ইন্দ্রাদি অষ্ট দিকপাল।
লোকপিতামহ বি. ব্রহ্মা।
লোকপ্রবাদ বি. জনশ্রুতি।
লোকপ্রসিদ্ধ বিণ. বিখ্যাত।
লোকবল বি. জনবল সাহায্যকারী ব্যক্তিগণ।
লোকবহির্ভূত, লোকবাহ্য বিণ. মনুষ্যসমাজের বহির্ভূত, মানুষের মধ্যে দেখা যায় না এমন।
লোকব্যবহার বি. সামাজিক রীতিনীতি।
লোকমান্য বিণ. সকলের কাছে সম্মানিত।
লোকযাত্রা বি. সংসারযাত্রা।
লোকলজ্জা, (প্রধানত কাব্যে) লোকলাজ বি. জনসাধারণের কাছে লজ্জা।
লোকলশকর, লোকলস্কর বি. সৈন্যবাহিনী ও সংশ্লিষ্ট লোকজন, অনুচরবর্গ।
লোকলীলা বিণ. ভবলীলা, জীবদ্দশা।
লোকলৌকতা বি. সামাজিকতা।
লোকশিক্ষা বি. (যাত্রা, কথকতা ইত্যাদির মাধ্যমে) আপামর সর্বসাধারণের জন্য শিক্ষা।
লোকসংগীত বি. (মুলত গ্রামের) সর্বসাধারণের মধ্যে প্রচলিচ গান, folksong.
লোকসংস্কৃতি বি. পল্লিজীবনের সংস্কৃতি, গ্রামের সংস্কৃতি।
লোকসভা বি. গণতান্ত্রিক ব্যবস্হায় নির্বাচিত দেশের সর্বোচ্চ আইনসভা।
লোকসমাজ বি. মনুষ্যসমাজ, মনুষ্যজাতি।
লোকসাহিত্য বি. পল্লিজীবনকে অবলম্বন করে রচিত সাহিত্য।
লোকস্হিতি বি. মনুষ্যসমাজের স্হায়িত্ব সমাজবন্ধন।
লোকহাসা-হাসি বি. জনসাধারণ কর্তৃক উপহাস।
লোকহিত বি. মনুষ্যজাতির কল্যাণ।
লোকহিতৈষী (-ষিন্) বিণ. মনুষ্যজাতির কল্যাণকামী।
Leave a Reply