লেহ১ [ lēha ], লেহন — বি. জিহ্বাদ্বারা রসগ্রহণ; চাটার কাজ।
[ সং. √লিহ্ + অ, অন (ভা)] ।
লেহনীয়, লেহ্য — বিণ. চাটিয়া খাইতে হয় এমন (‘–লেহ্যপেয়), লেহনযোগ্য।
লেহী — বিণ. (-হিন্)–লেহনকারী (পদলেহী)।
লেহ২ [ lēha ] লেহা বি. (কাব্যে) 1 স্নেহ; 2 ভালোবাসা, প্রণয় (‘স্বপনে রাখিব লেহা’: চণ্ডী; ‘মুখে মুখে শারীশুক লেহা বিস্তর’: স. দ.)।
[সং. স্নেহ]।
Leave a Reply