লেপা [ lēpā ] ক্রি. বি. তরল পদার্থের পোঁচ দেওয়া, লেপন করা, নিকানো (গোবরজল দিয়ে উঠোন লেপা)।
☐ বিণ. উক্ত অর্থে (গোবর দিয়ে লেপা ঘর)।
[সং. √ লিপ্ + বাং. আ]।
লেপানো ক্রি. বি. তরল পদার্থের পোঁচ দেওয়ানো, লেপন করানো।
☐ বিণ. উক্ত অর্থে।
লেপাপোঁছা বিণ. পোঁচা দিয়ে এবং. মুছে পরিষ্কৃত করা হয়েছে এমন নিকানো হয়েছে এমন (লেপাপোঁছা উঠোন)।
☐ বি. নিকানো।
Leave a Reply