লেপ1 [ lēpa1 ] বি. তুলোভরা শীত-নিবারক গাত্রাবরণবিশেষ।
[আ. লিহা’ফ]।
লেপ2 [ lēpa2 ] বি.
1 প্রলেপ, পোঁচ (মাটির লেপ);
2 লেপে জুড়বার জিনিস (বজ্রলেপ)।
[সং. √ লিপ্ + অ]।
লেপক বিণ. লেপনকারী।
লেপন বি.
1 প্রলেপ বা পোঁচ দেওয়া;
2 নিকানো;
3 লেপা বা মাখা যায় এমন বস্তু;
4 আরোপণ (কলঙ্কলেপন)।
লেপনীয়, লেপ্য বিণ. লেপনযোগ্য।
Leave a Reply