লুট, লুঠ [ luṭa, luṭha ] বি.
1 লুণ্ঠন, বলপূর্বক অপহরণ, ডাকাতি (লুটের মাল);
2 অন্যায়ভাবে আত্মসাত্ (সম্পত্তি লুট);
3 দেবতার প্রসাদ বিতরণ বা অনেকে মিলে গ্রহণ (হরির লুট)।
☐ বিণ. লুণ্ঠিত (টাকা লুট হয়েছে)
[সং. √ লুঠ্]।
লুটতরাজ, লুঠতরাজ, লুটপাট, লুঠপাট বি. ব্যাপক লুণ্ঠন।
Leave a Reply