লিপ্ত [ lipta ] বিণ.
1 লেপা বা মাখানো হয়েছে এমন (মসীলিপ্ত, তৈললিপ্ত);
2 সংশ্লিষ্ট, জড়িত (অপরাধে লিপ্ত, সংসারে লিপ্ত);
3 ব্যাপৃত (রাজকর্মে লিপ্ত);
4 জোড়া, সংযুক্ত (লিপ্তপাদ হংস)।
[সং. লিপ্ + ত]।
লিপ্তপদ, লিপ্তপাদ বিণ. পাতলা চামড়া দিয়ে পায়ের সমস্ত আঙুল পরস্পর সংযুক্ত এমন।
Leave a Reply