লিপি [ lipi ] বি.
1 চিঠি, পত্র;
2 লিখন (বিধিলিপি);
3 অক্ষর, ভাষার লেখ্যরূপ, বর্ণমালা (দেবনাগরী লিপি, ব্রাহ্মীলিপি)
[সং. √ লিপ্ + ই]।
লিপিকর, লিপিকার বি. 1 নকলবিশ; 2 লেখক।
লিপিকর-প্রমাদ বি. লেখার ভুল; নকলনবিশের লেখার ভুল।
লিপিকা বি. ক্ষুদ্র পত্র; পত্র।
লিপিকুশল বিণ. পত্র রচনায় বা নকল করায় দক্ষ।
লিপিকৌশল বি. অক্ষরবিন্যাসের দক্ষতা; লেখার কায়দা।
লিপিচাতুর্য বি. পত্রাদি রচনায় পটুতা।
লিপিবদ্ধ, লিপিভুক্ত বিণ. লিখিত (লিপিবদ্ধ অভিযোগ, বক্তব্য লিপিবদ্ধ করা)।
Leave a Reply