লিখা, লেখা [ likhā, lēkhā ] ক্রি. বি.
1 অক্ষরবিন্যাস করা, লিপিবদ্ধ করা;
2 গ্রন্হাদি রচনা করা (বই লিখেছেন);
3 আইনসিদ্ধ দলিল সম্পাদনপূর্বক হস্তান্তর করা (জমি লিখে দেওয়া);
5 অঙ্কন করা।
☐ বিণ. লিখিত।
[সং. √ লিখ্ + বাং. আ]।
লিখানো, লেখানো ক্রি. বি. অপরের দ্বারা লেখার কাজ করানো
☐ বিণ. উক্ত অর্থে।
Leave a Reply