লিখন [ likhana ] বি.
1 লেখা (দ্রুত লিখন, শ্রুতলিখন);
2 লিপি, পত্র (‘লিখন তোমার ধুলায় হয়েছে ধুলি’: রবীন্দ্র);
3 অক্ষরবিন্যাস;
4 চিত্রণ;
5 অঙ্কন;
6 লিখিত বিষয় (ললাটের লিখন)।
[সং. √ লিখ্ + অন]।
লিখনপদ্ধতি বি. লেখার বা রচনা করার ধারা।
দেওয়ালের লিখন, দেওয়াল-লিখন বি. ভবিষ্যতের (পতন ও বিপর্যয়ের) আভাসদায়ক ঘটনা।
[ইং. writing on the wall]-এর অনুবাদজাত]।
Leave a Reply